মিনি রঞ্জি ট্রফি খেলতে যাচ্ছে বিসিবি একাদশ
বিশ্বকাপে শেষে জাতীয় দলের ক্রিকেটারদের কিছুদিন খেলা নেই। তবে আবু জায়েদ রাহী ব্যতিক্রম। বিশ্বকাপে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেসারের, তবে দেশে ফিরেই সরাসরি চলে যাবেন ভারতে। মিনি রঞ্জি ট্রফিতে বিসিবি একাদশের দলে আছেন রাহী। মুমিনুল হক, নাঈম হাসান, তাসকিন আহমেদসহ জাতীয় দলে খেলা আরও বেশ কয়েকজনকে নিয়ে শক্তিশালী দলই পাঠাচ্ছে বাংলাদেশ।মিনি রঞ্জি ট্রফি নাম দেখে হয়তো ধারণা করতে পারছেন, এই ট্রফিটা প্রথম শ্রেণিরই হতে যাচ্ছে। টুর্নামেন্টের পোশাকী নাম কে থিম্মাপিয়াহ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট। কর্ণাটক ক্রিকেট এসোসিয়েশন (কেএসসিএর) উদ্যোগে এই প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১৬টি দল। এর মধ্যে শুধু বাংলাদেশই বিদেশি দল। মুম্বই, রাজস্থান, মধ্যপ্রদেশসহ ভারতের বেশকিছু রাজ্য থেকেও দল পাঠানো হচ্ছে, আর কর্ণাটক থেকে খেলবে চারটি দল। বাংলাদেশ গ্রুপে আছে কেসিএসএ সেক্রেটারি একাদশ, বিদর্ভ ক্রিকেট এসোসিয়েশন ও ড ওয়াই পাতিল ক্রিকেট একাডেমি। ১০ই জুলাই থেকে শুরু হবে টুর্নামেন্ট, বিসিবি একাদশ দেশ ছাড়বে ৮ই জুলাই। জাতীয় দলে গত কিছুদিনে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার ঠাঁই পেয়েছেন এই দলে। মুমিনুল, নাঈম, তাসকিন, রাহী তো আছেনই, সাদমান ইসলাম, তাইজুল ইসলামদের টেস্ট দলের নিয়মিতরাও আছেন এই দলে। ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, রবিউল হকদের মতো তরুণ যেমন আছেন, ঘরোয়া লীগে এবার দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন জাতীয় দলে অনেক দিন থেকেই বাইরে থাকা জহুরুল হকও। সামনের নভেম্বরেই ভারতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তার আগে এই সফরে খানিকটা অনুশীলনও হয়ে যাবে মুমিনুলদের। সুযোগ হবে চিন্নাস্বামীতে চারদিনের ম্যাচ খেলারও। বাংলাদেশ দল: আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, মুমিনুল হক, এবাদত হোসেন, রবিউল হক, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, সাদমান ইসলাম, আরিফুল হক, তাইজুল ইসলাম, ইয়াসির আলী, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম।