কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শতভাগ স্বচ্ছতা নিয়ে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে:পুলিশ সুপার

দৈনিকসিলেটডটকম:সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, সিলেট জেলা পুলিশ লাইন্সে 'ট্রেইনি রিক্রুট কনস্টেবল' শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করছি। তিনি বলেন, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা মৌলিক প্রশিক্ষণ শেষে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্বের সহিত আইন-শৃংখলা নিয়ন্ত্রন ও জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত করবেন। বুহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট জেলা পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, সিলেট জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৩ জুলাই প্রকাশিত ফলাফলে ৪৬৯ জন প্রার্থী উর্ত্তীণ হয়। একই দিন উর্ত্তীণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। ৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টার সময় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রাথমিক বাছাই (শারীরিক, লিখিত ও মৌখিক) এর ফলাফল ঘোষণা করা হয়। যার মধ্যে ২৯৭ জন পুরুষ, ৫১ জন নারীসহ মোট ৩৪৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। তন্মধ্যে পুরুষ কোটায় সাধারন ২৪২, মুক্তিযোদ্ধার সন্তান ৪২, পোষ্য ০৫, আনসার-ভিডিপি ০৫, উপজাতি ০২ এবং নারী কোটায় সাধারন ৪৩, মুক্তিযোদ্ধার সন্তান ০৬, পোষ্য ০১ ও আনসার ভিডিপি ০১ জনকে মনোনীত করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা হতে প্রেরিত ০১ (এক) জন পুলিশ সুপার ও ০১ (এক) জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা টিআরসি নিয়োগের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন