পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শেষ করতে চান মাশরাফি
ভারতের বিপক্ষে হেরে সেমিফাইনালের স্বপ্নটা শেষ মাশরাফি বাহিনীর। তবে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশনটা শেষ করতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার বামিংহামের এজবাস্টনে ভারতের বিপক্ষে ২৮ রানে হার দেখে টাইগাররা। ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘শেষ ম্যাচে (পাকিস্তানের বিপক্ষে) আমরা আমাদের সেরাটা খেলতে চাই। আমাদের সমর্থকরা সত্যি অসাধারণ। তাদেরকে ধন্যবাদ যারা আমাদের সমর্থন দিচ্ছেন। আশা করছি দারুণ একটা সমাপ্তি নিয়ে বিশ্বকাপ শেষ করতে পারব।’এজবাস্টনে ম্যাচের শুরুতেই ভারতকে চাপে ফেলতে পারতো বাংলাদেশ। মুস্তাফিজের ওভারে মাত্র ৯ রানেই ফিরতে পারতেন রোহতি শর্মা। কিন্তু বাউন্ডারিতে তামিম ইকবালের হাত গলে রোহিতের ক্যাচটি বেড়িয়ে যায়। এবং জীবন পাওয়া রোহিত খেলেন ১০৪ রানের ইনিংস। তবে ক্যাচ মিস নিয়ে তামিমকে দোষ দিতে চান না অধিনায়ক মাশরাফি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘তামিমের ক্যাচ মিসটা সত্যি হতাশাজনক ছিল। কিন্তু খেলার মধ্যে এমনটা হতেই পারে।’তবে তামিমের ক্যাচ মিসের মাশুলটা দিতে হয়েছে বলে মনে করেন প্রধান কোচ স্টিভ রোডস। তিনি বলেন, ‘ক্যাচ মিস করলে তার মাশুল দিতে হবে। রোহিতের মতো ব্যাটসম্যানের ক্যাচ ছাড়া মানে তার মূল্যটা একটু বড়ই দিতে হবে। তামিমের ক্যাচ মিস করায় আমি কিছুটা বিস্মিত হয়েছি।'এদিন ৩১৫ রান তাড়া করতে নেমে ২৮৬ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ব্যাটিংয়ে নেমে বড় কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। জয়ের জন্য এক দুটি জুটি প্রয়োজন ছিল বলে মানে করেন মাশরাফি, ‘আমরা যদি একটা জুটি ৮০-৯০ রানে পরিণত করতে পারতাম, তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারতো। আমাদের ভাগ্যের সহায়তাও দরকার ছিল।’