বুলেট ট্রেনের 'সমব্যথী' কেন্দ্র? ৫৩০০০ নয়, কাটা হবে ৩২০৪৪ গাছ!
nation: আগে থানে স্টেশনের যে নকশা তৈরি করা হয়েছিল তাতে ৫৩,০০০ ম্যানগ্রোভ কেটে ফেলতে হত। নয়া নকশায় সবুজ ধ্বংস একেবারে এড়িয়ে যাওয়া সম্ভব না হলেও তার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। এক্ষেত্রে ৩২ হাজার ৪৪টি ম্যানগ্রোভ কাটতে হবে বলে এনএইচআরএসসিএলের ম্যানেজিং ডিরেক্টর অচল খারে এক বিবৃতিতে জানিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.