কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিশোরগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি আটক

মানবজমিন প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০০:০০

কিশোরগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মো. জাহিদুল হাসান (৪২) নামে এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গতকাল বিকাল পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় টিকিট কালোবাজারি মো. জাহিদুল হাসান এর কাছ থেকে বিভিন্ন তারিখের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৬টি আসনের ১০টি টিকিট উদ্ধার করা হয়। আটক হওয়া টিকিট কালোবাজারি মো. জাহিদুল হাসান জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের হাইধনখালী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আবদুর রহমান বিশ্বাস জানান, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি রোধ ও কালোবাজারিদের আইনের আওতায় আনার জন্য রেলওয়ে পুলিশ কাজ করছে। এর অংশ হিসেবে বুধবার বিকাল পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় টিকিট কালোবাজারির সময় মো. জাহিদুল হাসানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন তারিখের ও বিভিন্ন গন্তব্যের আন্তঃনগর ট্রেনের ১৬টি আসনের ১০টি টিকিট উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি আবদুর রহমান বিশ্বাস জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও