কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন খবর জানাবেন কয়েকদিন পর

মানবজমিন প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০০:০০

চিত্রনায়িকা অঞ্জনার জন্মদিন আজ। সংস্কৃতিমনা পারিবারিক আবহে ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন এ অভিনেত্রী। নাচে ছিল তার বিশেষ দুর্বলতা। বাবা-মা তাকে নাচ শেখাতে ভারতে পাঠান। সেখানে তিনি ব্যক্তিগতভাবে ওস্তাদ বাবুরাজ হীরালালের অধীনে বেশ ভালোভাবেই কত্থক নৃত্য আয়ত্ত করে দেশে ফেরেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি ১৯৭৯ সালে এশিয়া মহাদেশীয় ক্ল্যাসিকাল নৃত্য প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি হিসেবে প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া ‘পরিণীতা’ ও ‘গাংচিল’ ছবির জন্য অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অঞ্জনা বলেন, আজ আমার জন্মদিনে বিশেষ কোনো আয়োজন করবো না আমি। পারিবারিকভাবে দিনটি পালন করতে চাই। তবে কয়েকদিন পর অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে একটি নতুন খবর জানাবো। তিনি আরো বলেন, নৃত্যশিল্পী হিসেবে আমি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি। এসবের পাশাপাশি দু’বার বাচসাসসহ বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছি। বর্তমানে রাজনীতি ও ছেলে মনিকে নিয়েই আমার সময় কাটে। আমি চলচ্চিত্রের মানুষ। ভালো চলচ্চিত্রে কাজের প্রস্তাব পেলে অবশ্যই কাজ করবো। উল্লেখ্য, এ পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অঞ্জনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও