আরো একটি সুযোগ হাতছাড়া করলাম: গুলবাদিন
ভারতের বিপক্ষে ম্যাচে শেষ ওভারের নাটকিয়তায় ১১ রানের হার দেখে আফগানিস্তান। সোমবার বাংলাদেশের বিপক্ষে ৬২ রানে হারের অভিজ্ঞতা হলো আফগানদের। এ হারের পর আরো একটি সুযোগ হাতছাড়া হলো বললেন আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ আমরা আরো একটি সুযোগ হাত ছাড়া করলাম।’তবে এ হারের জন্য নিজেদের বাঁজে ফিল্ডিংয়ের কথা বললেন এই আফগান অধিনায়ক, ‘টস জিতেছি তাতে খুশি। কিন্তু আমাদের ম্যাচে বেশ কিছু মিস ফিল্ডিং হয়েছে। আমরা কয়েটা ক্যাচ মিস করেছি। ৩০-৩৫ রান বাঁজে ফিল্ডিংয়ের কারণে হয়েছে।’এদিন বল হাতে দুর্দন্ত ছিলেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ৫১ রানের ইনিংস খেলেছেন। আর বল হাতে তুলে নিয়েছেন ৫ উইকেট। বলা যেতে পারে সাকিব একাই আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। ম্যাচ শেষে সাকিব কে নিয়ে নায়েব বলেন, ‘উইকেটে বেশ স্লো। ব্যাটিংয়ের জন্য ভালোছিল। আমরা ভালো শুরু করতে চেয়ে ছিলাম। তবে সাকিব অসাধারণ করেছে। সে দুর্দান্ত বোলিং করেছে।’ইংল্যান্ডের বিপক্ষে লজ্জার রেকর্ডের পর ভারতের বিপক্ষে ১০ ওভারে ৩৮ রান দিয়ে এক উইকেট তুলে নেন রশিদ খান। বাংলাদেশের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৫২ রান দিয়ে উইকেট শূন্য থাকেন এই টি-টোয়েন্টির সেরা বোলার। ম্যাচে বাঁজে ফিল্ডিংয়ের কারণে রাশিদ খানে মোমেন্টার ধরে রাখতে পারেনি বলে জানিয়েছেন নায়েব। তিনি বলেন, ‘রশিদ একমাত্র খেলোয়াড় যে সব বিভাগেই নিজের শতভাগ দেয়ার চেষ্টা করে। আমাদের যখন বাঁেজ ফিল্ডিং হচ্ছিল একসময় রশিদের মন খারাপ হয়ে যায়। আমি তাকে বলি শান্ত থাকো আর বোলিংয়ে মনোযোগ দাও। আমরা মনে হয়ে বাঁজে ফিল্ডিংয়ের কারণে সে তার মোমেন্টাম হারিয়েছে।’