ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ডিএনসিসি মেয়র

মানবজমিন প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০০:০০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন এ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে বর্তমান সরকার সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এই পদক্ষেপেরই একটি অংশ। গতকাল সকালে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভিটামিন এ চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ভিটামিন এ এর অভাবে শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। রক্তশূন্যতাসহ এমনকি শিশুর মৃত্যুও হতে পারে। এ বিষয়ে সকল অভিভাবককে সচেতন থাকার জন্য অনুরোধ করেন মেয়র। এসময় মেয়র ৫ থেকে ৫৯ মাস বয়সী কয়েকটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এম মনজুর হোসেন, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস ও ট্রেনিং সেন্টারের পরিচালক ডা. মনিরুজ্জামান সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও