 
                    
                    ‘পাবজি’ খেলা হারাম, ইন্দোনেশিয়ায় ফতোয়া জারি
                        
                            চ্যানেল আই
                        
                        
                        
                         প্রকাশিত: ২০ জুন ২০১৯, ১৫:২৭
                        
                    
                জনপ্রিয় মোবাইল গেমস ‘পাবজি’কে হারাম ঘোষণা করে ইন্দোনেশিয়ার একটি মুসলিম গোষ্ঠী ফতোয়া জারি করেছে। ফতোয়া জারি করে তারা বলেছে, গেমটির নানা কর্মকাণ্ড ইসলামকে অপমান করে এবং গেম খেলার আসক্তি খেলোয়াড়দের হিংস্র করে তোলে। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এই ফতোয়াটি জারি করা হয়েছে। বিজ্ঞাপনবিজ্ঞাপন আচেহ প্রদেশের ওলমা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ফয়সাল আলী বার্তাসংস্থা এএফপিকে বলেন, “আমাদের ফতোয়া …
- ট্যাগ:
- প্রযুক্তি
 
                    
                 
                    
                 
                    
                