কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জয়ে ফেরায় খুশি ডু প্লেসি

মানবজমিন প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ০০:০০

বিশ্বকাপে প্রথম জয় পেল দক্ষিণ আফ্রিকা। শনিবার আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে অবশেষে জয়ে ফিরলো প্রোটিয়ারা। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেন, ‘আজ (শনিবার) দিনটা আমাদের জন্য ভালোছিল। জয়ের জন্য আমাদের ভালো শুরুর দরকার ছিল। উইকেটও স্পিন সহায়ক ছিল না। মরিস (ক্রিস) ও তাহির (ইমরান) দারুণ বল করেছে। গত দুই বছর তারা তাদের উইকেট শিকারের সামর্থ দেখিয়ে আসছে।’আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি। দুর্দান্ত বোলিংয়ে ১২৫ রানে বেঁধে ফেলে আফগানদের। জবাবে ব্যাট করতে নেমে ২৮.৪ ওভারে এক উইকেট হারিয়ে ১৩১ রান তুলে দক্ষিণ আফ্রিকা। এ জয়ে হাফ ছেড়ে বাঁচলেন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি। তিনি বলেন, ‘আমি বেশ হালকা হলাম। আমার মনে হয় আমরা আজকে ভালো ক্রিকেট খেলেছি। আমরা মাঠে আমাদের পুরো সামর্থ অনুযায়ী খেলতে পেরেছি।  আমার মনে হয় আজকে আমরা মাঠে একেবারেই অন্যরকম ছিলাম।’আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পাওয়ার পরও দলে এখনো উন্নতি জায়গা দেখছেন ডু প্লেসি। তিনি বলেন, ‘কুয়েন্টন (ডি কক) ভালো ব্যাটিং করেছে। তবে নতুন বলে আরো ভালো ব্যাটিং আশা করছি। আমাদের আরো ৬০-৭০ রান করতে হবে। রান রেট নিয়েও আমাদের কাজ করতে হবে। আমাদের আরো চার ম্যাচ আছে। যদি আমরা সবগুলো জিতি তাহলে নেট রান রেট নিয়ে ভাবার দরকার নেই। দলের জন্য আমলারও রানে ফেরা প্রয়োজন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও