কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাভারে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

মানবজমিন প্রকাশিত: ১২ জুন ২০১৯, ০০:০০

সাভারের আশুলিয়ার মরাগাঙ এলাকায় দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় এক ডাকাত সদস্য নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাঙ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, দুই দল ডাকাতের মধ্যে গুলিবিনিময়ের খবর পেয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাঙ এলাকায় যাই। পরে সেখান থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাসুদ বলেন, রাতে পুলিশ এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার বুকে ক্ষতচিহ্ন দেখা গেছে। কিন্তু সেটি গুলি কিনা বিষয়টি ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু জানান, নিহত ডাকাত সদস্যের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও