![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/06/11/553440204519fba95f1792fbfcebba1b-5cff57fa32bb2.jpg?jadewits_media_id=1446448)
একই চরিত্রে বারবার আসতে চাই না: সিয়াম
প্রথম আলো
প্রকাশিত: ১১ জুন ২০১৯, ১৩:২৬
বর্তমান সময়ে চলচ্চিত্রে আলোচিত নাম সিয়াম আহমেদ। চলচ্চিত্রে নাম লিখে পরপর তিনটি ছবিতেই দর্শকপ্রশংসা পেয়েছেন। এখন ‘শান’ নামে নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। মে মাসের শেষের দিকে শুটিং শুরু হয়েছে ছবিটির। ১ জুলাই থেকে ‘বিশ্বসুন্দরী’ নামে আরেকটি ছবির কাজ শুরু হবে তাঁর।
- ট্যাগ:
- বিনোদন
- উত্তম চরিত্র
- সিয়াম আহমেদ
- ঢাকা