বিশ্বকাপে অভিষেক হচ্ছে শচীনের!
দৈনিকসিলেটডেস্ক: ১৯৯২ বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সে শচীন টেন্ডুলকারের অভিষেক হয়। এরপর আরও পাঁচটি বিশ্বকাপ খেলেন তিনি। ২০১১ বিশ্বকাপে ঘরের মাটিতে জেতেন সোনালী ট্রফি।কিন্তু এবারের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে আবারও অভিষেক হতে যাচ্ছে লিটল মাস্টারের। শচীন প্রথমবারের মতো বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন। ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচে কম্যান্ট্রি বক্সে বসবেন তিনি। ম্যাচটি হবে লন্ডনের দ্য ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। মূলত ম্যাচ শুরুর আগে হিন্দী ও ইংরেজিতে হওয়া অনুষ্ঠানে যোগ দেবেন মাস্টার ব্লাস্টার। অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে আবারও শচীনের অভিষেক। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন। ৬টি আসরে করেছেন সর্বোচ্চ ২২৭৮ রান। এছাড়া বিশ্বকাপের এক সংস্করণেও সর্বোচ্চ রান করেন শচীন। ২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচে করেন ৬৭৩ রান। ২৪ বছরের ক্যারিয়ারে রেকর্ড ৩৪,৩৫৭ রান, টেস্টে ১৫,৯২১ রান ও ওয়ানডেতে ১৮,৪২৬ রান শচীনের নামের পাশে। আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিশ হাজার রানের মাইলফলক ছোঁয়া একমাত্র ক্রিকেটার তিনি।করেছেন সেঞ্চুরির সেঞ্চুরি। টেস্টে শচীনের সেঞ্চুরির সংখ্যা ৫১টি, ৪৯টি ওয়ানডেতে। ৫০ ওভারের ম্যাচে প্র্রথম ডাবল সেঞ্চুরিয়ানও শচীন টেন্ডুলকার।