সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান বলেছেন, সাংবাদিকরাই সমাজের দর্পণ। তারা সমাজের গতিপথকে সুন্দর ও সুদৃঢ় করে তুলেন। জাতীয় সংসদে যেভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নের দাবি উত্থাপন ও আদায় করা হয়। তেমনি সাংবাদিকদের প্রেস ক্লাব হলো মিনি সংসদ, যেখান থেকে সমাজ ও এলাকার উন্নয়নের দাবি আদায় করা হয়। এসময় প্রেস ক্লাবের নিজস্ব একটি স্থায়ী ভবন দেয়ার ঘোষণাও দেন তিনি। গতকাল উপজেলা সদরের একটি অভিজাত হোটেলে বিশ্বনাথ প্রেস ক্লাব আয়োজিত সুধীজনের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রেস ক্লাব সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল’র সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক নবীন সোহেল’র সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. ছয়ফুল হক, অলংকারী ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন চেয়ারম্যান তাহিদ মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মকদ্দছ আলী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.