পারস্য উপসাগরে তেলস্থাপনায় হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশের

মানবজমিন প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০০:০০

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দুটি তেল উত্তোলন স্টেশনে গোপন ড্রোন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতে সৌদি আরব ও আমিরাতের তেলবাহী ট্যাংকারে হামলার প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। এমন ঘটনাকে বিশৃংখলা সৃষ্টি করা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এমন প্ররোচণাহীন কর্মকা- পারস্য উপসাগরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বিরূপ প্রভাব ফেলবে। বিবৃতিতে এর নিন্দা জানানো হয়। বলা হয়, এটা হলো প্ররোচনার একতরফা কর্মকান্ড। শান্তি ও নিরাপত্তা অব্যাহত রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিতে অবিচল থাকার কথা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সামষ্টিক যেকোনো উদ্যোগকে সমর্থন দেয়ার প্রত্যয় ঘোষণা করা হয়েছে ওই বিবৃতিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও