কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ক্যারিয়ারের সবচেয়ে কঠিন শিরোপা’

মানবজমিন প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০০:০০

প্রিমিয়ার লীগের শিরোপার নিষ্পত্তি হলো আসরের শেষ ম্যাচে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে এক পয়েন্ট ব্যবধানে লীগের মুকুট ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। শিরোপা জয়ে পর সিটিজেন কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, এটাই তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন শিরোপা।কোচিং ক্যারিয়ারের বার্সেলোনর হয়ে স্প্যানিশ লালিগা, বায়ার্নে মিউনিখের হয়ে জার্মানি বুন্দেসলিগা পর গত মৌসুমে ম্যানসিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে জিতে ছিলেন গার্দিওলা। তবে এবারের মতো এত বেগ পেতে হয়নি। গার্দিওলা বলেন, ‘এই শিরোপাটি জিততে আমাদের টানা ১৪টা ম্যাচ জিততে হয়েছে। এখন পর্যন্ত এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন শিরোপা জয়।’গত আসরে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে থেকে ১০০ পয়েন্ট নিয়ে লিগের শিরোপা জিতেছিল সিটি। এবার লিভাপুলে সয়ে পয়েন্ট ব্যাবধান মাত্র ১। গার্দিওলা তাই লিবারপুলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অবশ্যই আমি লিভারপুলকে অভিনন্দন জানাতে চাই। গত মৌসুমে ম্যানচেস্টার সিটি একটা মানদ- তৈরি করেছিল। লিভারপুল আমাদের গত মৌসুমের চেয়ে মানদ- আরো বাড়াতে সাহায্য করেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও