কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শ্রীলঙ্কা সফরে যাবে না বাংলাদেশ

মানবজমিন প্রকাশিত: ১২ মে ২০১৯, ০০:০০

ওয়ানডে বিশ্বকাপের পর জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে  ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ওই সফরে যাবে না টাইগাররা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।ক্রাইস্টচার্চ হামলার পর থেকেই ক্রিকেটারদের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিচ্ছে বিসিবি। ফলে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার বিষয়টি গভীরভাবে খাতিয়ে দেখে বোর্ড। পরিস্থিতি অনুকূলে নেই বলে সফর স্থগিত করেছে তারা। পাপন বলেন, শ্রীলঙ্কা সফর নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা ছিল একটাই; ওদের দেশের নিরাপত্তা। এখন যে পরিস্থিতি তাতে আমাদের দলের এই মুহূর্তে যাওয়ার সম্ভাবনা নেই। তাদের সঙ্গে আমাদের যে পরিকল্পনা ছিল, তার কিছুই আছে। কিন্তু এখন পরিস্থিতি অনুকূলে নেই। এটা বাংলাদেশ না, যেকোন দলের জন্যই প্রযোজ্য। দ্বিতীয় কথা হচ্ছে, স্বয়ং শ্রীলঙ্কার  প্রেসিডেন্ট বলেছেন, ওদের দেশে আবার হামলার সম্ভাবনা আছে। ওরাই যেহেতু বলছে হামলার সম্ভাবনা আছে, তাই এখন সফরের সুযোগ নেই। পরিস্থিতি শান্ত হলে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করে যদি জানায় যে সব ঠিক আছে আর আমাদের যদি সিকিউরিটি ইন্টিলিজেন্স যদি ক্লিয়ারেন্স দেয় তখন দেখবো, যাওয়া যায় কি-না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও