![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2018/05/29/2027c662f2b22e882e813eda673d6a61-5b0d2d6bc51fa.jpg?jadewits_media_id=1276141)
মাত্র ৭৮ সেকেন্ডে গাড়ি চুরি করেন তাঁরা
প্রথম আলো
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৮:৪৫
বাসাবাড়ি কিংবা অফিস পার্কিংয়ের নিচে থাকা মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা মাত্র ৭৮ সেকেন্ডের মধ্যে চুরি করা হয়। পরে বিক্রির আগে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে দেওয়া হয়। বুধবার নগর, কক্সবাজার ও নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে আন্তজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পারে পুলিশ।