ঘরোয়া ক্রিকেট থেকে ডুমিনির অবসর
ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডেকে বিদায় জানাবেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেপি ডুমিনি। তবে এর আগে ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ডুমিনি। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি লীগগুলো খেলে যাবেন। আসন্ন বিশ্বকাপই ডুমিনির শেষ বিশ্বকাপ এবং তার পর ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন এবং ঘরোয়া ক্রিকেট থেকেও অবসরের যাবে বলে জানিয়েছেন ক্লাব কেপ কোবরাসের কোচ অ্যাশওয়েল প্রিন্স। ডান কাঁধে চোটের কারণে দির্ঘ্যদিন মাঠে মাইরে ছিলেন। পুর্নবাসনের পর ডুমিনি কোবরাসের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন। ফেরার পর সেই স্কোয়াডে যুক্ত থেকেছেন সেই দলটাই ঘরোয়া ওয়ানডে ও সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের সেমিফাইনালে উঠে। ১৯ বছরের ঘরোয়া ওয়ানডে ক্যারিয়ারে ডুমিনির ৪৬.০৮ গড়ে সংগ্রহ ৬ হাজার ৭৭৪ রান। খেলেছেন ১০৮ ওয়ানডে ম্যাচ। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৬৯ ম্যাচে করেছেন ৭ হাজার ৪০৮ রান। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি- টোয়েন্টতে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২৫২ ম্যাচের তার সংগ্রহ ৬ হাজার ১০৬ রান।
- ট্যাগ:
- খেলা
- ঘরোয়া ক্রিকেট
- জেপি ডুমিনি