
সাহিত্য একাডেমির ১০১তম আসর অনুষ্ঠিত
প্রথম আলো
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ১৮:৫৯
ঝুম বৃষ্টি সঙ্গে দস্যি হাওয়া। এমন বৃষ্টিভেজা দিনে দেড় ঘণ্টার পথ শেষে ট্রেন এসে থামে গন্তব্যে। শেষ বিকেলের নরম আবছা আলোয় বৃষ্টি জলে ঢাকা পিচঢালা পথ ধরে সাহিত্য একাডেমির ছিমছাম ঘরে গিয়ে দেখা গেল উপচে পড়া আনন্দের গল্প। একের পর এক লেখক, কবি, সাহিত্যিকেরা এমন প্রতিকূল পরিবেশেও পাখির মতো উড়ে এসে প্রাণের টানে জড়ো হতে থাকেন ঘরটিতে। যেখানে সবার চোখে নব সৃষ্টির ভেলা। বৃষ্টির ছাঁট তখন সাহিত্যপ্রেমীদের...