কলম্বিয়ায় একটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) উত্তর-পশ্চিম কলম্বিয়ায় ওই দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৬ জন শিক্ষার্থী এবং এক চালক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মেডেলিনের কাছে বেলোর একটি স্কুলের ১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের একটি দল কলম্বিয়া উপকূলের একটি ক্যারিবিয়ান বীচ থেকে বাসে ভ্রমণ করছিলেন।
বাসটি ৪০ মিটার খাদে পড়ে যাওয়ার ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন এবং বেলোর মেয়রের কার্যালয়ের একটি সূত্র এএফপিকে জানিয়েছে যে, হতাহতদের মধ্যে মোট কতজন অপ্রাপ্ত বয়স্ক ছিল তা নির্ধারণের জন্য কর্মকর্তারা এখনো কাজ করে যাচ্ছেন।