৫ হাজার বছর ধরে সিল্ক বুনছেন চীনারা
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ১০:৫৯
শিনজিয়াং প্রদেশ (চীন) থেকে ফিরে: রেশম পোকার গুটি গরম পানিতে চুবিয়ে সিল্কের সুতা তৈরির পদ্ধতি আবিষ্কার করেন চীনারা। সেই সুতা থেকে তৈরি করা হয় কাপড় ও কার্পেট। আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে যেভাবে সিল্ক তৈরি করতেন চীনারা, আজও সেভাবেই তারা সিল্ক বুনছেন। পাঁচ হাজার বছরের ব্যবধানেও বদলায়নি তাদের সে রেশম বুনন।