তপ্ত নগরে কৃষ্ণচূড়ার রক্তিম উদ্ভাস
প্রথম আলো
প্রকাশিত: ০১ মে ২০১৯, ১৫:১২
পলাশ, শিমুল আর মাদারের বসন্ত শেষ। তপ্ত গ্রীষ্মে এই ধূসর নগরের ভাঁজে ভাঁজে এখন ডানা মেলেছে রক্তলাল কৃষ্ণচূড়া। অবিতর্কিতভাবেই বসন্ত ঋতুরাজ। তবে অনেকের চোখে গ্রীষ্ম হচ্ছে পুষ্প উৎসবের ঋতু। যে উৎসবে রাজপথের দুই ধারে শামিল মনোহর জারুল আর স্বর্ণাভ সোনালু। তবে দূরভেদী কৃষ্ণচূড়ার রক্তিম উদ্ভাসের কাছে ফিকে হয়ে গেছে সব রং।ঢাকার পার্কেপথে আগুনঝরা এই ফুল দিয়ে নগরবাসীর আহ্লাদের সীমা নেই। সংসদ ভবনের...