![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/05/01/1df166c217379bafe43f7887d8a95da9-5cc8904e367f3.jpg?jadewits_media_id=1435916)
নিজের টাকা সবার মধ্যে ভাগ করে দেবেন বাংলাদেশের নায়ক
প্রথম আলো
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০০:১২
লাওসকে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনালে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন মিডফিল্ডার মনিকা চাকমা। ধরুন আপনি ম্যাচ সেরা হয়ে প্রাইজমানি হিসেবে ৫০০ ডলার (টাকায় প্রায় ৪৩ হাজার) পেয়েছেন। কী করবেন? যাই করুন না কেন একটু হলেও হয়তো ভেবে বলবেন। কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নারী ফুটবলার মনিকা চাকমাকে প্রশ্নটা যখন করা হলো, কোনো রকম ভাবা বা ভণিতা না করেই বলে দিলেন,...