![](https://media.priyo.com/img/500x/http://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2019/04/29/650x365/Face_oil.jpg)
ত্বকের তেলতেলে ভাব দূর করবেন যেভাবে
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৮:৫০
ত্বকের তেলতেলেভাব সারা বছরই থাকে। তবে গরমে তৈলাক্ত ত্বকের সমস্যা কয়েকগুণ বেড়ে যায়। সব সময় তেল চিটচিটে ত্বকে ধুলোবালি জমে ব্রণ, ফুসকুড়ির সমস্যা বহুগুণ বাড়িয়ে দেয়। এ ছাড়া তৈলাক্ত ত্বকে কালচে ছোপ পড়ে যাওয়া তো একটা সাধারণ সমস্যা। ত্বক যত তৈলাক্ত হবে, ততই বাড়বে তার কালচে ভাব। তবে এ সমস্যা সমাধানে অনেকেই দিনে অন্তত তিন থেকে চারবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে থাকেন। বাজারে চলতি বেশির ভাগ প্রসাধনী ব্যবহারে ত্বকের ক্ষতি করতে পারে। তবে তৈলাক্ত ত্বকের এই সমস্যা থেকে একেবারে ঘরোয়া…
- ট্যাগ:
- লাইফ
- তেলতেলে ত্বক
- 1. বাংলাদেশ