গাজীপুরে লিগ্যাল এইডের জাঁকজমক অনুষ্ঠান

মানবজমিন প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০০:০০

বর্ণাঢ্য ও জাঁকজমক নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিনা মূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান- বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান ’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের গেইটের সামনে থেকে হাতি-ঘোড়ার বহরসহ বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভাওয়াল রাজবাড়ি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে লিগ্যাল এইড মেলা, রক্তদান কর্মসূচি, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সিনিয়র জেলা ও দায়রা জজ ড. এ.কে.এম আবুল কাশেম এর সভাপতিত্বে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, ইকবাল হোসেন সবুজ ও শামসুন্নাহার ভূইয়া এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যারের বিচারক এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম, জিএমপি কমিশনার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ নেতৃবৃন্দ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও