তিস্তাচুক্তি সময়ের ব্যাপার মাত্র

মানবজমিন প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০০:০০

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই, তিস্তা চুক্তির বিষয়ে ভারতের সঙ্গে দরকষাকষি এমন এক পর্যায়ে রয়েছে এটি সই হওয়া সময়ের ব্যাপার মাত্র। শনিবার ফরেন সার্ভিস একাডেমীতে ‘ওয়াটার ডিপ্লোম্যাসি’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস মন্ত্রীকে উদ্ধৃত করে ‘তিস্তা এগ্রিমেন্ট ইজ এ ম্যাটার অব টাইম’ শীর্ষক ওই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়- মন্ত্রী বলেছেন, বাংলাদেশ-ভারত ৫৪টি অভিন্ন নদীর পানিবন্টন ইস্যুতে উভয়ের মানসিক অবস্থান একই রকম, তবে এখনও কিছুটা দেনদরবার চলছে। অনুষ্ঠানে তিস্তার পাশাপাশি গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে ফের আলোচনার সময় এসে গেছে। ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি সই করেছিল বাংলাদেশ ও ভারত। চুক্তির মেয়াদ পূর্ণ হতে আর সাত বছর বাকী। ওই সময়ের মধ্যে দুই দেশকে ফের আলোচনা করে নতুন চুক্তিতে উপনীত হতে হবে। বর্তমানে গঙ্গার যে অবস্থা সেটি চলমান থাকলে ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, দায়িত্ব নেয়ার পর আমি যখন ভারতে গিয়েছিলাম তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আমার কথা হয়েছে। এ সময় তারা বলেছেন তারা অভিন্ন নদীগুলোর পানি বণ্টনে তারা নীতিগতভাবে সম্মত। এটি অববাহিকার উপকারের জন্যই হবে বলে জানান তারা। মন্ত্রী মোমেন পানি ইস্যুতে বাংলাদেশের আগামী দিনের দরকষাকষির জন্য এখনই প্রস্তুত হওয়ার তাগিদ দেন। বলেন, আমি মনে করি আগামীতে বিশ্বে কোন যুদ্ধ হলে তা হবে পানির হিস্যা নিয়ে। তবে আমাদের ভাল দিক হচ্ছে বাংলাদেশের পানি এবং জনশক্তি এ দু’টি সম্পদ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও