দাওয়াত ছাড়াই মোকাব্বির কাউন্সিলে এসেছিলো, একজন এসে পড়লে তো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া যায় না, বললেন সুব্রত চৌধুরী
                        
                            আমাদের সময়
                        
                        
                        
                         প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৮:০৬
                        
                    
                লিয়ন মীর : গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, দলের কাউন্সিলে মোকাব্বির খানকে আমন্ত্রণ করা হয়নি। আমন্ত্রণ ছাড়াই তিনি চলে এসেছেন এবং কামাল হোসেনের পাশে বসেছেন। একজন সম্মানিত ব্যক্তি এভাবে চলে আসলে তো আর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া যায় না। আমরা সেটা করতে পারি না। আমাদের দেশে এ রকম অভদ্রতা করা হয় …