মেক্সিকোর গুয়েরেরো। সেখানকার আকাপুলকো অবকাশযাপন কেন্দ্র। সঙ্গে সমুদ্র সৈকত। সেখানে নানা কিসিমের মানুষ। নানা রকম তাদের পোশাকের বাহার। কেউবা বিকিনি পরে সূর্যস্নান করছেন। কেউবা পানিতে করছেন জলকেলী। তাদের মাঝে বিভিন্ন পণ্য ফেরি করছেন হকাররা। তবে সবার চোখ আটকে যায় একজন নারী হকারের দিকে। তিনি যুবতী। পরনে শর্টস। আর শরীরের উপরের অংশে ভেস্ট টপ পরা। এ ছাড়া আর কোনো পোশাক নেই তার গায়ে। তিনি স্নাকস বিক্রি করেন। তো সমুদ্র সৈকতে, বিশেষ করে মেক্সিকোর মতো দেশের সমুদ্র সৈকতে তার এ পোশাক তো কোনো ব্যাপারই নয়। তাহলে কেন মানুষ তার দিকে তাকিয়ে থাকে! ওই নারী হকার বিক্রি নানা রকম খাদ্যপণ্য, স্নাকস নিয়ে যখন সমুদ্র সৈকতে আসেন তখন চারদিকে শোরগোল পড়ে যায়। এর কারণ, তিনি খদ্দেরদের মনোরঞ্জন করেন। না, কোনো অনৈতিক কাজ করে নয়। তিনি স্নাকসের ডালা মাথায় নিয়ে পেশাদার নর্তকীদের মতো করে নাচেন। মাথায় খাবারের ডালা, দু’হাত ছেড়ে দিয়েছেন। এমন অবস্থায় ভীষণ সুন্দর ভঙ্গিমায় নাচেন তিনি। শরীরকে বাঁকিয়ে, ঝাঁকিয়ে মাত করে দেন উপস্থিতদের। তার ব্যবসার মূল মন্ত্র এটি। এতে খদ্দেররা লুফে নেয় তার পণ্য। তবে ওই নারীর নামটি প্রকাশ করা হয় নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.