![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2018/07/17/5f8195942732c8d77c188133bb19d637-5b4db00ba1099.jpg?jadewits_media_id=1344196)
৬ প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগপত্র
প্রথম আলো
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ১৬:৪০
কাজ না করে পৌনে দুই কোটি টাকার বিল তুলে নেওয়ার অভিযোগে করা দুই মামলায় ছয় প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিগগিরই বিচারিক আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগ।