কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিয়ামির ফাইনালে ফেদেরার-প্লিসকোভা

মানবজমিন প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০০:০০

নিজের চেয়ে ১৮ বছরের ছোট ডেনিস শাপোভালোভকে সরাসরি ৬-২, ৬-৪ গেমে উড়িয়ে মিয়ামি ওপেনের ফাইনালে উঠেন রজার ফেদেরার। এটিপি ১০০০ টুর্নামেন্টে এটি ফেদেরারের ৫০তম ফাইনাল। শিরোপা নির্ধারণী লড়াইয়ে তার প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের জন ইসনার। ইসনারকে হারালে ক্যারিয়ারের ১০১তম এটিপি শিরোপা জিতবেন ৩৭ বছর বয়সী ফেদেরার।এদিকে, সিমোনা হালেপকে হারিয়ে প্রমীলা এককের ফাইনালে ওঠেছেন ক্যারোলিনা প্লিসকোভা। প্রথম সেটে পঞ্চম বাছাই ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে ৫-৩ গেমে এগিয়ে ছিলেন তৃতীয় বাছাই সিমোনা হালেপ। কিন্তু এরপর টানা ৯টি গেম জিতে নেন চেক প্রজাতন্ত্রের প্লিসকোভা। শেষ পর্যন্ত ৭-৫, ৬-১ গেমে তিনি নিশ্চিত করেন মিয়ামি ওপেনের ফাইনাল। শিরোপা নির্ধারণী লড়াইয়ে প্লিসকোভার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও