হাতকড়াসহ পালাতে গিয়ে পুলিশের গুলি, ছিনতাইকারী আহত
সিরাজগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালানোর সময় ফয়সাল হোসেন নামে এক ছিনতাইকারী গুলিতে আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের এম এ মতিন সড়কস্থ সড়ক ও জনপথ অফিসের গলিতে এ ঘটনা ঘটে। আহত ফয়সাল শহরের দিয়ার ধানগড়া মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, ফয়সাল ও তার ৪/৫ সঙ্গী দীর্ঘদিন ধরে এম এ মতিন সড়ক, আদালত চত্বরের আশপাশে ছিনতাই করে আসছিল। বুধবার দুপুরে শহরের শহীদ শামসুদ্দিন গেইটের সামনে মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক করা হয় তাকে। রাতে তার সহযোগীদের গ্রেপ্তারে সড়ক ও জনপথ অফিস গলিতে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্ধকারের মধ্যে ফয়সাল হাতকড়াসহ পুলিশের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। বাধ্য হয়ে পুলিশ দু রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে। এতে একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়। পরে আহত অবস্থায় ফয়সালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।