ক্রাইস্টচার্চের ঘটনায় সর্বোচ্চ পর্যায়ের তদন্তের ঘোষণা

মানবজমিন প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০০:০০

ক্রাইস্টচার্চে বন্দুকধারীর ভয়াবহ হামলার ঘটনায় সর্বোচ্চ পর্যায়ের তদন্ত হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্দা আরডেন। এ হামলায় দুটি পৃথক স্থানে নিহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। জেসিন্দা আরডেন বলেন, দেশের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত অর্থাৎ রয়েল কমিশনের মাধ্যমে এর অনুসন্ধান চালানো হবে। নিউজিল্যান্ডের আইন অনুযায়ী, রয়্যাল কমিশন কোনো বিষয়ে সর্বোচ্চ পর্যায়ের স্বাধীন তদন্ত করে থাকে। প্রধানমন্ত্রী বলেন, তারা একটি ‘সার্বিক’ প্রতিবেদন তৈরি করবে।এর আগে তার মন্ত্রিপরিষদ ওই হামলার ঘটনায় একটি তদন্তের বিষয়ে একমত হয়েছিল। তবে তখন সিদ্ধান্ত হয়নি ঠিক কী ধরনের তদন্ত করা হবে। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে জেসিন্দা আরডেন জানান, এ তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে ঠিক কী করলে এ ধরনের হামলা ঠেকানো যাবে। উল্লেখ্য গত ১৫ই মার্চ অস্ট্রেলীয় এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বন্দুকধারী নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে হত্যা করে অর্ধশত মানুষকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও