![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2019/03/online/thumbnails/police-5c93758997b85.jpg)
বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চাওয়া এএসআইয়ের কারাদণ্ড
সমকাল
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১৭:৩২
মিথ্যা পরিচয় দিয়ে এক বিচারপতির স্ত্রীর কাছে তার দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের (তথ্য যাচাই) জন্য ঘুষ দাবি করা পুলিশের এএসআই (বরখাস্ত) মো. সাদিকুল ইসলামকে পৃথক দুই ধারায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।