দেওয়ালে ঘুঁটে দিচ্ছেন তাপসী। সঙ্গে সঙ্গী ভূমি পেডনেকর। হ্যাঁ, বলেন কী? শুনে চক্ষু চড়াক গাছ হলেও ব্যাপারটা কিন্তু মিথ্যে নয়। তাই বলছে তাপসীর ইনস্টাগ্রাম প্রোফাইল। না শখে নয়, তবে ছবির প্রস্তুতির জন্য। অনুরাগ কাশ্যপের ছবি ‘সান্ড কি আঁখ’-এর জন্য ভূমি এবং তাপসীকে ঘুঁটে দেওয়া শিখতে হয়েছে। আর সেই মুহূর্তেই তাপসী নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে ট্যাগ করেছেন ভূমিকে। ছবির ক্যাপশনে লিখেছেন, কোনও কিছুর সুগন্ধ আসছে, দেখুন চমৎকার কিছু তৈরি হতে চলেছে! বলো কি ভূমি? উত্তরপ্রদেশের দুই বয়স্ক মহিলা বন্দুকবাজ চন্দ্র তোমার এবং প্রকাশী তোমারের জীবনকাহিনির নেপথ্যেই তৈরি হবে এই ছবি। চন্দ্র তোমার, যিনি কিনা শুটার দাদি নামে পরিচিত। বয়স ৮০ কোঠায়। বন্দুক ধরলে তিনি অষ্টাদশী। লক্ষ্য তার অব্যর্থ। সঙ্গে ‘রিভলবার দাদি’ ওরফে প্রকাশী তোমারের জীবনের গল্পও দেখা যাবে অনুরাগের ছবিতে। তাপসী এবং ভূমিকে এই দুই মহিলা বন্দুকবাজের চরিত্রেই দেখা যাবে। আর এ ছবির জন্য নিজের লুক সম্পূর্ণ পরিবর্তন করেছেন তাপসী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.