![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2019/02/online/thumbnails/mahim-5c5c144b02139.jpg)
মডেল মাহিমের মনে টয়া!
সমকাল
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২০
ভারতের টি-সিরিজের ব্যানারে গানের মডেল হিসেবে মাহিম করিমের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছিল গত বছর। এবার তিনি নতুন গানের মডেল হয়েছেন। তার সঙ্গে জুটি বেঁধেছেন লাক্সতারকা টয়া। মাহিম-টয়ার জুটির প্রথম মিউজিক ভিডিও 'তোর মনে' প্রকাশ হয়েছে আজ। পুরোপুরি রোমান্টিক এই মিউজিক ভিডিওতে দুজনেই প্রশংসিত হয়েছেন।