গাংনীতে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা

মানবজমিন প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১১

গাংনীতে খাইরুল ইসলাম ওরফে গোলাপ (২৮) নামের এক কীটনাশক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করা হয়েছে। পরে আহত অবস্থায় তাকে এলাকাবাসি উদ্ধার করে। আহত গোলাপ গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আযান গ্রামের সরোয়ার হোসেনের ছেলে ও একটি কীটনাশক কোম্পানীর প্রতিনিধি। শনিবার রাত ৮টার দিকে গাংনীর পোড়াপাড়া-আযান গ্রামের মধ্যেবর্তি সড়কে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাতে খাইরুল ইসলাম গোলাপ তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে গাংনী উপজেলা শহর থেকে পোড়াগ্রাম থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ৫-৭জনের একটি অপহরণকারীদল তাকে গতিরোধ করে। মোটরসাইকেল থেকে নামিয়ে অপহরণ করার চেষ্টা করে। গোলাপ চিৎকার দিলে অপহরণকারী দলের সদস্যরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় এলাকাবাসি চিৎকারের আওয়াজ শুনে ওই ছুটে আসলে অপহরণকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসি তাকে মুমূর্ষ অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, আহত খাইরুল ইসলাম গোলাপের ব্যবহৃত মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও