নায়াগ্রা জলপ্রপাতেও বরফ, টানছে পর্যটক
                        
                            বাংলা নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩০
                        
                    
                ঢাকা: সপ্তাহব্যাপী ভয়াবহ রকমের ঠাণ্ডায় যুক্তরাষ্ট্র প্রায় অচল। দেশটির মিডওয়েস্ট অঞ্চলের তাপমাত্রা রেকর্ড গড়ে হিমাঙ্কের ৩০ ডিগ্রি নিচে নেমে গিয়েছিল। বর্তমানেও শিকাগোর তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রিতে। এতে জমে গেছে বরফের পাহাড়। শুধু মিডওয়েস্টই নয়, নিউইয়র্কে নায়াগ্রা জলপ্রপাতেও বরফের ঘন স্তর পড়েছে। তীব্র ঠাণ্ডায় হাড় কাঁপছে, তারপরও যার সৌন্দর্য টানছে পর্যটকদের।