কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিমানবন্দরে ১৬ হাজার ভিআইপি পাস বাতিল করা হচ্ছে

দৈনিক সিলেট প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯, ০৮:৪০

দৈনিকসিলেটডটকম: স্বর্ণ চোরাচালান রোধে বিমানবন্দরে ১৬ হাজার ভিআইপি পাস বাতিলে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বিমান বন্দরে অনিয়ম-দুর্নীতি রোধে চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে। ভি.আই.পি সুযোগ-সুবিধা নিয়ে কেউ যদি স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত হয় তাকে ছাড় দেয়া হবে না। স্বর্ণ চোরাচালান রোধে প্রধানমন্ত্রীর সম্মতিতে ১৬ হাজার ভি.আই.পি পাস বাতিল করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে'র সভাপতিত্বে পরিষদের হল রুমে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস-চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মোঃ মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, মহিলা ভাইস- চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন বক্তব্য রাখেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও