ভূমিকম্প: মেয়ের দাফনে থাকতে পারেননি, স্ত্রীকে নিয়ে ঘুরছেন হাসপাতালে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১৯:৩৯
দুই শিশু সন্তান নিয়ে আনন্দেই দিন কাটছিল আব্দুল হক ও কুলসম বেমগ দম্পতির। বয়স হলে দুজনকে মাদ্রাসায় পড়ানোরও পরিকল্পনা ছিল তাদের। কিন্তু ভূমিকম্পে ওলট-পালট হয়ে গেছে তাদের পরিবার।
শুক্রবার সকালে ভূমিকম্পে বাড়ির পাশের উঁচু দেয়াল ধসে মারা যায় এ দম্পতির ১০ মাসের কন্যাসন্তান ফাতেমা। গুরুতর আহত হন ফাতেমার মা কুলসুম (৩০) ও তাদের আরেক প্রতিবেশী নারী জেসমিন আক্তার (৩৫)।
প্রতিবেশী ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ঘটনার সময় ফাতেমা ছিল মায়ের কোলে। ধসে পড়া ইট সরিয়ে শিশুটির মরদেহ বের করেন তারা। মা ছিলেন তখন সঙ্গাহীন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভূমিকম্প
- ভূমিকম্পের পূর্ভাবাস