![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/01/22/088a1a6ab432f1deef5466d59eccb203-5c46e3c438a1b.jpg?jadewits_media_id=1411252)
খামারবাড়ি মোড় পার হতেই ঘণ্টা পার
প্রথম আলো
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯, ১৫:৩০
রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের কাজের জন্য সড়কের বড় অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কের বাকি সরু জায়গা দিয়ে পাশাপাশি দুটি গাড়িও যেতে পারছে না। তীব্র যানজটের কারণে খামারবাড়ি মোড় পার হতেই ঘণ্টা পেরিয়ে যাচ্ছে। এই মোড়ে যানবাহনের চাপ কমাতে গতকাল সোমবার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে বাস চলাচল সীমিত করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।