উন্নয়নের সঙ্গে দুর্নীতির সম্পর্কের কথা জানালেন নাজমা আক্তার

আমাদের সময় প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ১৫:০৮

মারুফুল আলম : বাংলাদেশ যুব মহিলা লীগের প্রেসিডেন্ট নাজমা আক্তার বলেছেন, উন্নয়নের সঙ্গে কিছু দুর্নীতি হওয়াটা স্বাভাবিক। সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে কী-না সেটাই আলোচ্য বিষয় হওয়া এবং দুর্নীতির সঙ্গে শুধু রাজনীতিবিদরাই জড়িত, নাকি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত আরো অনেকে, সেটাও দেখার বিষয়। সোমবার চ্যানেল আই’র তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি আরো বলেন, এটাকে অস্বীকার করার উপায় নেই যে, যেখানে উন্নয়ন, সেখানে দুর্নীতি হওয়া স্বাভাবিক। তবে এজন্য সরকার অবশ্যই স্টেপ নেবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। নাজমা আক্তার বলেন, সামনে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জকে তরান্বিত করতে প্রধানমন্ত্রী দুর্নীতি, মাদক ও সন্ত্রাসবাদে জিরো টলারেন্স এর কথা বলেছেন। যেহেতু তিনি জঙ্গিবাদসহ অনেক কিছুই কন্ট্রোলে এনেছেন এবং মাদকের বিরুদ্ধে ইতিমধ্যে কাজ চলছে, দুর্নীতির বিরুদ্ধেও তিনি সোচ্চাার থাকবেন। চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও দুর্নীতি হয় বলে মন্তব্য করেন নাজমা আক্তার। তিনি বলেন, ব্যবসায়ীরা আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং এর মাধ্যমে টাকা পাচার করে থাকেন। সুতরাং দুর্নীতি হচ্ছে সামগ্রিক এবং স্বাভাবিক একটি বিষয়। বিগত সরকারের সময়ে বাংলাদেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু তারপরও বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও