অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালন করার ক্ষেত্রে সরকারের বিশাল চ্যালেঞ্জ রয়েছে

আমাদের সময় প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ১১:০৩

আমিরুল ইসলাম : নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকারগুলো পালন করার ক্ষেত্রে সরকারের বিশাল চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণের মধ্যে যে প্রত্যাশার জন্ম হয়েছে এবং জনআকাক্সক্ষার জন্ম হয়েছে আগামী পাঁচ বছরে এটা পূরণ করা বেশ কষ্টকর হবে। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, জনগণের ভোটে ক্ষমতায় আসা যেমন কঠিন ব্যাপার তেমনি জনগণের দাবি বাস্তবায়ন করা আরো কঠিন কাজ। ইশতেহারের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। ২০০৮ সালের ১২ ডিসেম্বর তিনি যখন ইশতেহার ঘোষণা করেছিলেন তখন যা যা বলেছিলেন, গত ১০ বছরে তার বাস্তবায়ন করেছেন। তিনি বলেছিলেন, পদ্মাসেতু করবেন। পদ্মাসেতু নিয়ে বিশ^ব্যাংকের সাথে অনেক ঝামেলা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে তিনি তা মোকাবেলা করেছেন। নিজ দেশের অর্থায়নে পদ্মাসেতু হবে এটা আওয়ামী লীগেরও কেউ ভাবেনি। অন্য দলের কথা দূরে থাক। বঙ্গবন্ধুর হত্যা মামলার দ- কার্যকর করা এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ ছিলো। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন পর্যন্ত প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যাতে যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করা না হয়। কিন্তু তিনি ফাঁসি কার্যকর করে সেই দায়িত্ব পালন করেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, ২০২১ সালে বাংলাদেশে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করবেন বিশ হাজার মেগাওয়াট। ২০১৭ সালের মধ্যেই বাংলাদেশে ২০ হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেখিয়েছেন। তিনি দারিদ্র্য বিমোচনে সারা পৃথিবীতে মডেল স্থাপন করেছেন। ৪৩ শতাংশ দরিদ্র ছিলো তিনি যখন দায়িত্ব নেন। এখন দরিদ্রের সংখ্যা ২১ শতাংশ। অতি দরিদ্র্যের সংখ্যা ছিলো প্রায় ২৩ শতাংশ এখন সেটা ১১ শতাংশের একটু বেশি। অতএব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেন, সেটা বাস্তবায়ন করেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাস্তবায়ন করেন। তার এ কাজগুলো করতে গেলে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চক্রান্তের শিকার হতে হয়, ষড়যন্ত্রের মধ্যে যেতে হয়। আজকে ঢাকা শহরের যানজট অর্ধেক হয়ে যেতো যদি মেট্রোরেলটা সম্পূর্ণ হতো সেই মেট্রোরেলটা সম্পূর্ণ হতে দেয়নি। হলি আর্টিজেনের ঘটনার জন্য এখনো মেট্রোরেল সম্পূর্ণ হয়নি। বেছে বেছে জাপানি নাগরিকদের হত্যা করা হয়েছিলো। বেছে বেছে ইতালিয়ান নাগরিকদের হত্যা করা হয়েছে। এর কারণে মেট্রোরেলের কার্যক্রম বন্ধ ছিলো প্রায় দুই বছর। ইতালিয়ান নাগরিকদের হত্যা করা হয়েছিলো কারণ ইতালি আমাদের গার্মেন্টসের মূল ক্রেতা। অতএব, সবকিছু প্রধানমন্ত্রী ঝুঁকি নিয়ে বাস্তবায়ন করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা অবশ্যই তার অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন। শেখ হাসিনা হচ্ছে বাঙালি জাতির বিকল্পহীন অবলম্বন। তিনি পেরেছেন, তিনিই পারবেন বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও