চট্টগ্রামে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাকলিয়া একাদশ। বিজয়ী দল ৭ খেলায় পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছে। বাকলিয়া একাদশের হয়ে খেলেছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও আব্দুল মালেক। এছাড়া ফজলে নূর বাপ্পী ও মাইনুদ্দিন আহমেদ...