গুলিতে নিহত বাংলাদেশির লাশ নিয়ে গেল বিএসএফ

আমাদের সময় প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯, ১২:১১

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে খলিল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত খলিল মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে বিজিবি। তথ্য- জাগো নিউজজানা গেছে, ৪৯১ নম্বর মূল পিলারের ভেতরে প্রবেশ করে ফেনসিডিল নিয়ে আসার সময় খলিলকে গুলি করে বিএসএফের ভুজারী পাড়া ক্যাম্পের সদস্যরা। গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।খলিল ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের সমসের আলীর ছেলে।বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রংপুর-৫১ সেক্টরের দায়িত্বে থাকা বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খলিল ফেনসিডিল ব্যবসায়ী ছিল। মরদেহ ফেরত চেয়ে ভুজারী পাড়া বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে। দুপুরের পর উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিএসএফ মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও