কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সমালোচকদের উচিত জবাব দিচ্ছেন ব্যানক্রফট

কেপ টাউনে বল টেম্পারিংয়ে কলকাঠি নেড়েছিলেন ডেভিড ওয়ার্নার। আর সেই কাজটা মাঠে বাস্তবায়ন করে কুখ্যাতি কুঁড়িয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। ৯ মাসের নিষেধাজ্ঞায় নিন্দুকদের অনেক কথাই সহ্য করতে হয়েছে তাকে। নিষেধাজ্ঞা শেষে বর্তমান বিগ ব্যাশে খেলে নিন্দুকদের জবাব দিচ্ছেন বিধ্বংসী ইনিংস খেলে।গতকাল রবিবার তার ৬১ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংসে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে তার দল পার্থ স্কোরচার্স। ম্যাচে ব্যানক্রফট আর অ্যাশটন টার্নার ৬২ বলে গড়েন ৯৮ রানের পার্টনারশিপ। তাদের বিধ্বংসী ব্যাটিংয়েই ৮ খেলায় তৃতীয় জয়ে পার্থের বিগ ব্যাশ মৌসুম এখনও বেঁচে রইলো।ব্যানক্রফট নিজের এমন ফর্মের ব্যাখ্যায় জানালেন প্রতিনিয়ত অনুশীলনেই ব্যস্ত রাখছেন নিজেকে, ‘আমি সত্যিকার অর্থে প্রতিদিন অনুশীলন করে যাচ্ছি, যাতে করে আরও ভালো করা যায়। আর এর চেয়ে সহজ কোন মন্ত্র হতে পারে না।নিষেধাজ্ঞার পর অবশ্য বিগ ব্যাশের শুরুটা নিষ্প্রভ ছিলো ব্যানক্রফটের। খোলস ছেড়ে বের হতে সময় নিয়েছেন। প্রথম ম্যাচে দুই, পরে ১৯ আর ২৪ রানের পর নিজের ফর্মকে নিয়ে যেতে থাকেন উঁচুতে। গত বুধবার ৪২ বলে করেন ৫৯ রানের ইনিংস। রবিবারও নিজের ফর্মকে আরও উঁচুতে নিয়ে গেলেন টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি হাঁকিয়ে। এক কথায় নিন্দুকদের জবাব দিতে এখন কথা বলছে তার ব্যাট।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন