সর্বজনীন
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯, ১৪:১৪
edit: ‘সর্বজনীন ন্যূনতম আয়, বা ইউনিভার্সাল বেসিক ইনকাম’। সংক্ষেপে ইউবিআই। ফিনল্যান্ড, ক্যানাডা বা ব্রাজিলে এটি নিয়ে সীমিত গন্ডির মধ্যে পরীক্ষানিরীক্ষা চলেছে। ভারতে জল্পনা হয়েছে প্রভূত, তবে সিকিম সর্বপ্রথম রাজ্য যরা প্রকাশ্যে এই প্রকল্প রূপায়ণের ঘোষণা করল।