দর্শক খরায় ভুগতে থাকা মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে আজ তিল ধারণের ঠাঁই নেই। রংপুর রাইডার্স আর ঢাকা ডায়নামাইটস ম্যাচের প্রথম ইনিংস শেষ হবার আগেই দর্শকে ভর্তি হয়ে যায় গোটা গ্যালারি।
বিপিএলের ষষ্ঠ আসরের পঞ্চম দিনের খেলা চলছে আজ। গতবারের দুই ফাইনালিস্টের মুখোমুখিতে আজ হাড্ডাহাড্ডি লড়াই দেখলো দুই দলের সমর্থকেরা। তার উপর ছুটির দিন।
গত চারদিনের মতো আজ মাঠের বাইরে দেখা যায়নি টিকিট কালোবাজারিদের আনাগোনা। অন্য দিনের থেকে উল্টো চিত্র, টিকিট না পেয়ে মিছিলও করেছে ৪০-৫০ জনের একটি দল।
দর্শক খরা নিয়ে হাহুতাশ ছিল। মুশফিক-মাশরাফিদের কণ্ঠেও ছিলো হাহুতাশ।
দু’দিন আগে মুশফিক আক্ষেপ করে বলেছিলেন, স্টিভ স্মিথ, ওয়ার্নার কিংবা ক্রিস গেইলদের মতো বড় তারকাদের খেলা যদি মাঠে এসে না দেখেন তাহলে কোথায় দেখবেন?
আজ বড় ম্যাচে লড়াই দেখলো দর্শকরা। এছাড়াও দর্শকদের প্রশ্ন ছিল ডিআরএস সিস্টেমে(ডিসিশন রিভিউ সিস্টেম) আলট্রা এজ বা ¯িœকো মিটার না থাকা নিয়েও। অবশেষে বৃহস্পতিবার বিপিএলে এসে যোগ হয়েছে আলট্রা এজ সিস্টেমও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.