![](https://media.priyo.com/img/500x/https://cdn.bn.ntvbd.com/site_images/photo-1545978395.jpg)
এনটিভিতে টেলিফিল্ম ‘অনুভবে অনুভূতি’
ntvbd.com
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:২৫
আনিসুর রহমান মিলন ও নাজিরা মৌ অভিনীত টেলিফিল্ম ‘অনুভবে অনুভূতি’। অয়ন চৌধুরীর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। তারকাবহুল টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন অপর্ণা, ইমন, স্পর্শীয়া, তানভীর প্রমুখ। আজ দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভিতে টেলিফিল্মটি প্রচারিত...