সন্ত্রাস করে জনমত পাল্টে দেয়া যাবে না : মিনু
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:০৩
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, গণগ্রেফতার ও সন্ত্রাস করে জনমত পাল্টে দেয়া যাবে না। রবিবার রাজশাহী নগরীতে নির্বাচনি প্রচারণার শুরুতে এ কথা বলেন মিনু। মিজানুর রহমান মিনু রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী। টানা ১৭ বছর রাজশাহী সিটি মেয়র ছিলেন তিনি। এছাড়া রাজশাহী সদর আসনের সংসদ সদস্যও ছিলেন। সর্বশেষ নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার কাছে হেরে যান মিনু।